About Us
September 12, 2020 2020-09-13 6:33About Us


ফ্রিল্যান্সিং এ সফলভাবে ক্যারিয়ার গড়তে এবং বেকার সমস্যা নিরসনে সর্বোনিম্ন এক হাজার দক্ষ ও কর্মমূখী ফ্রিল্যান্সার বানানোর উদ্দ্যেশ্য নিয়েই আমাদের পথচলা
Jillur Rahman
নিজে কিছু করি অন্যকেও কিছু করার সুযোগ করে দেই !
K
গ্রুপে মেম্বার
0
k
একটিভ স্টুডেন্টস
0
+
এখন পর্যন্ত ক্লাস
0
%
কোয়ালটি ক্লাস
লার্ন ফ্রিল্যান্সিং উইথ ফান একাডেমী
মিশনঃ
বিশ্বের সকল কাজ যখন ধীরে ধীরে অনলাইন ভিত্তিক হয়ে যাচ্ছে, তখন অনলাইনে কর্মী নিয়োগের মাধ্যমে কিংবা ফ্রিল্যান্সিং কর্মীর মাধ্যমে অনলাইন ভিত্তিক বিভিন্ন কাজ করিয়ে নেওয়ার প্রবনতাও যেন বেড়েই চলেছে দেশ বিদেশের বিভিন্ন প্রতিষ্ঠানগুলোর। আর এ সুযোগকে কাজে লাগাতে, কর্মমুখী ট্রেনিং এর মাধ্যমে ছেলে-মেয়েদের দক্ষ করে তোলতে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে “লার্ন ফ্রিল্যান্সিং উইথ ফান” প্রতিষ্ঠানটি।
লার্ন ফ্রিল্যান্সিং উইথ ফান একাডেমী
ভিশনঃ
দেশে বেকার সমস্যা নিরসনের লক্ষ্যে ও ফ্রিল্যান্সিং ভিত্তিক ক্যারিয়ার গড়তে, ছেলে মেয়েদের অনলাইন ভিত্তিক ট্রেনিং এর মাধ্যমে দেশের দক্ষ জনবল হিসেবে গড়ে তোলা ও অর্থ আয় করতে সহায়তা করাই “লার্ন ফ্রিল্যান্সিং উইথ ফান” এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য, যেখানে হাতে-কলমে ট্রেনিং ও সাপোর্ট দিয়ে ফুল গাইড-লাইনের মাধ্যমে কমপক্ষে এক হাজার সফল ফ্রিল্যান্সার তৈরি হবে এমন স্বপ্ন এবং ছাত্র- ছাত্রীরা ট্রেনিং চলাকালিন অবস্থাতেই তাদের সঠিক জ্ঞান আহরণের মাধ্যমে নুন্যতম আয় শুরু করতে পারবে এমন চিন্তাধারা নিয়েও কাজ করতে চাই।
লার্ন ফ্রিল্যান্সিং উইথ ফান একাডেমী
যে বিষয় গুলো আপনি ১০০% পাবেন

ওয়েবডিজাইন এবং ডেভেলপমেন্ট এ ফানি, কোয়ালিটিফুল এবং ফুল গাইডলাইন
বাংলায় বেস্ট এবং সময় উপযোগী কোর্স!

