খুব দ্রুত শিখে ফেলুন বাংলা এবং ইংরেজী টাইপিং মাত্র ১টি সফটওয়্যার ব্যবহার করে।
September 24, 2020 2020-09-24 4:06খুব দ্রুত শিখে ফেলুন বাংলা এবং ইংরেজী টাইপিং মাত্র ১টি সফটওয়্যার ব্যবহার করে।

খুব দ্রুত শিখে ফেলুন বাংলা এবং ইংরেজী টাইপিং মাত্র ১টি সফটওয়্যার ব্যবহার করে।
Hello and welcome সবাইকে, আমি জহির। https://zahir360.blogspot.com পক্ষ থেকে আপনাদের সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। ?
আজকে অনেকদিন পরে আবার আমি আপনাদের জন্য পুরাই ধামাকা একটা পোস্ট নিয়ে হাজির হলাম।
আপনার টাইপিং এর গতি কি ধীর? টাইপ করার সময় বার বার ভুল হয়? তাহলে আজকের লেখাটি আপনার জন্য। আপনি শিক্ষার্থী চাকরিজীবী অথবা যা-ই হন না কেন, আজকে এই পোস্টে দেখানো হইবে আপনি কি করে আপনার টাইপিং গতি ও দক্ষতা আরো একধাপ বাড়িয়ে তুলতে পারেন। এমনই কিছু Trips and Tricks আজ আপনাদের সাথে শেয়ার করবো। চলুন তাহলে জেনে নেওয়া যাক।
আমরা অনেকেই আছি যারা Decetop বা Laptop কিনে প্রথম ও প্রধান সমস্যায় পড়ি সেটা হল Typing. Typing না জানার কারণে আমাদের অনেক সমস্যায় পড়তে হয়। অনেক সময় আমাদের ইচ্ছা থাকা সত্ত্বেও আমরা অনেক কাজই করতে পারি না এর জন্য প্রধান যে সমস্যা সেটা হল Typing. আমাদের Computer এর 99% কাজ Typing নির্ভরশীল। আপনি আপনার Typing Speed যত Increase করতে পারবেন আপনার কাজের Speed তত বৃদ্ধি পাবে।
আপনার কাজের Speed বাড়াতে হলে অবশ্যই আপনাকে, আপনার Typing Speed বাড়াতে হবে। আর নয়তো আপনি হাজার চেষ্টা করলেও আপনি আপনার কাজের Speed বাড়াতে পারবেন না। আমি আমার নিজের Experience থেকে বলছি, আমি যখন Computer কিনি তখন কোনো কাজ করতে হলে আমাকে Keyboard এর দিকে তাকিয়ে একটি একটি করে Key চাপতে হয়তো। তখন আমি চিন্তা করতাম কি করে আমার এই সমস্যার সমাধান করতে পারি??
কি করে আমি Properly Typing শিখতে পারি and কাজের Speed বাড়াতে পারি।
তখন আমি Google করি and অনেক খোঁজা খুঁজি করে একটা এপ্লিকেশন পাই। যেটা আমার অনেক পছন্দ হয়। আর সেটা দিয়েই আজকে আমার Typing শেখা। আপনি এই এপ্লিকেশন দিয়ে যদি একবার Typing করতে বসেন না, আপনার কম্পিউটার ছেড়ে আর উঠতে ইচ্ছে করবে না। আপনি খুব সহজেই আপনার Typing Speed বাড়িয়ে নিতে পারবেন।
Comments (2)
S M Asaduzzaman
vai ekhaneo spamming korte chole elen
MD. IQBAL HOSSAIN
ঠিক বলেছেন ভাই ?
এই সমস্ত লোকের জন্য কোথাও কোনো শান্তি নাই ? সব জায়গায় এরা গিয়ে শুধু ভেজাল করে ?