অসংখ্য ধন্যবাদ জিল্লুর রহমান ভাই
June 6, 2021 2021-06-06 10:19অসংখ্য ধন্যবাদ জিল্লুর রহমান ভাই
আমি ২ বছর আগে ৬ মাসের একটা কোর্স করেছিলাম। মোটামুটি একটা স্কিল নিয়ে ফাইভার এ কাজ করা শুরু করেছিলাম এবং অর্ডারও পেয়েছিলাম। কিন্তু অজানা কোনো কারনে প্রবাশে চলে আসি। 5 টা কাজ করেছিলাম এবং পরবর্তীতে প্রবাশে চলে আসি।আমার অনেক ইচ্ছা ছিলো একজন সফল ফ্রিল্যান্সার হওয়ার কিন্তু হতে পারি নি। ল্যাপটপ সাথে করে নিয়ে এসেছিলাম এখান থেকে কাজ করার জন্য এবং নতুন কিছু শিখার জন্য কিন্তু কাজের জন্য সেই সময়টা হয়ে ওঠেনি।
জিল্লুর ভাই এর ভিডিও দেখে ইন্সপায়ার হয়ে আবার নতুন করে শুরু করি। ২ মাস হলো জিল্লুর ভাই এর ভিডিও দেখে আবার নতুন করে প্রাক্টিস করতেছি এবং 2 মাসের ভিতরে বুটস্ট্রাপ শেষ করেছি।
যেহেতু আমার আগেই ধারনা ছিলো তাই খুব একটা সমস্যা হই নি বরং নতুন কিছু শিখেছি।
আমার স্বপ্ন পুরুনের রাস্তাই আবার হাটতে শুরু করেছি।
অনেক ধন্যবাদ জিল্লুর রহমান ভাইকে।
কাজ শেষ করে প্রাক্টিস করার জন্য বেশি সময় পায় নি তারপরেও প্রাক্টিস করতেছি ১-২ ঘন্টা করে প্রাক্টিস করতেছি।
ইনশআল্লাহ স্বপ্ন পূর্ণ হবেই।
দোয়া করবেন সবাই।
কথা গুলো শেয়ার ইচ্ছে করছিলো তাই শেয়ার করলাম।
thanks a lot jillur rahman vai❤❤❤